মরা ধানে ভরা খেত
ময়মনসিংহের গারো পাহাড়ঘেঁষা উত্তরের গ্রামগুলোয় এ সময়টাতে কৃষকের ব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। দম ফেলার সময় থাকে না। এ চিত্রটি এক বা দুই দিনের নয়। যুগ যুগ ধরে এমনই চলে আসছে। এবার সেই ব্যস্ততা নেই। নেই কৃষকের চোখেমুখে আনন্দও। আছে শুধু হতাশা। এ হতাশা আরও প্রকট হয়ে ওঠে ফসলের খেতগুলোয় তাকিয়ে। বেশির ভাগ খেতে মরা ধান গাছ নুয়ে আছে মাটির সঙ্গে। বন্যার পানির সঙ্গে যুদ্ধ করে যেসব ধান গাছ বেঁচে গেছে, সেগুলোতেও যে ফলন হয়েছে তার বেশির ভাগই চিটা। হালুয়াঘাট উপজেলার ধারা খানবাড়ির আরিফুজ্জামান সুজন জানান, প্রায় ১৩৫ শতক জমিতে তিনি এবার তুলসীমালা ধানের আবাদ করেছিলেন। প্রয়োজনীয় সার, কীটনাশক দেওয়ার পাশাপাশি পরিচর্যা করায়