মরিচের সঙ্গে গাঁজা চাষ, কৃষক গ্রেপ্তার

3 hours ago 2
বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীর চরে ফসলি জমিতে মরিচের সঙ্গে গাঁজা চাষের অভিযোগে জয়নাল খন্দকার নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ক্ষেত থেকে চার কেজি ওজনের একটি তাজা গাঁজা গাছ জব্দ করা হয়।  শনিবার (১ মার্চ) সকালে উপজেলার মোহনপুর গ্রামের ইছামতি নদীর চর এলাকা থেকে গাঁজার গাছটি জব্দ করা হয়। কৃষক জয়নাল খন্দকার উপজেলার মোহনপুর গ্রামের মোনছের আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা করে দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কৃষক জয়নাল খন্দকার ইছামতি নদীর চরে অন্যান্য ফসল চাষাবাদের পাশাপাশি চলতি মৌসুমে লাল মরিচের সঙ্গে গাঁজা চাষ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাঁজার গাছ জব্দ করে। এ সময় অভিযান চালিয়ে কৃষক জয়নাল খন্দকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গাঁজা চাষ করায় জয়নাল খন্দকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
Read Entire Article