মরূদ্যানে আদি শহরের সন্ধান
প্রত্নতাত্ত্বিকরা সৌদি আরবে প্রায় ৪ হাজার বছরের পুরনো একটি শহরের সন্ধান পেলেন। গবেষকদের তথ্য বলছে, তৎকালীন সময়ে, উত্তর-পশ্চিম আরবকে একটি অনুর্বর মরুভূমি মনে করা হতো। এরপর ধীরে ধীরে যাযাবর থেকে শহুরে জীবনযাত্রায় পরিবর্তিত হয়েছে... সৌদি আরবে মানুষের বসতির ইতিহাস বেশ পুরনো। ১৫ থেকে ২০ হাজার বছর আগের। প্রত্নতাত্ত্বিক বিশ্লেষকদের ভাষ্য, বরফ যুগ শেষ হওয়ার পরে মরূদ্যানে মানুষের বিচরণ শুরু হয়। আ ব্রিফ হিস্টরি অব সৌদি অ্যারাবিয়া গ্রন্থে জেমস ওয়েনব্রান্ট লিখেছেন, খ্রিস্টপূর্ব ৩২০০ শতকের দিকে বর্তমান বাহরাইন এবং আশপাশের উপকূলীয় এলাকায় দিলমুন নামের একটি সভ্যতা তৈরি হয়েছিল।