নামাজ আদায়ের জন্য ঘরে থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে চমৎকার একটি দোয়া পড়তেন মহানবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তাকে অনসুরণ করে আমরাও মসজিদে যাওয়ার পথে দোয়াটি পড়তে পারি।
দোয়াটি হলো:
اَللهُمَّ اجْعَلْ فِىْ قَلْبِىْ نُوْراً وَفِىْ لِسَانِىْ نُوْراً وَاجْعَلْ فِىْ سَمْعِىْ نُوْراً وَاجْعَلْ فِىْ بَصَرِىْ نُوْراً وَاجْعَلْ مِنْ خَلْفِىْ نُوْراً وَمِنْ أَمَامِىْ نُوْراً وَاجْعَلْ مِنْ فَوْقِىْ نُوْراً وَ مِنْ تَحْتِىْ نُوْراً اَللهُمَّ أَعْطَنِىْ نُوْراً
উচ্চারণ: আল্লাহুম্মাজআল ফি কালবি নুরাও ওয়া ফি লিসানি নুরাও ওয়াজআল ফি সাময়ি নুরাও ওয়াজআল ফি বাসারি নুরাও ওয়াজআল মিন খালফি নুরাও ওয়া মিন আমামি নুরাও ওয়াজআল মিন ফাউকি নুরাও ওয়া মিন তাহতি নুরা। আল্লাহুম্মা আ’তিনি নুরা।
অর্থ: হে আল্লাহ! আমার অন্তরে নুর দান করুন, আমার জিহ্বায় নুর দান করুন, আমার কানে নুর দান করুন, আমার চোখে নুর দান করুন, আমার পেছন থেকে নুর দান করুন, আমার সামনে থেকেও নুর দান করুন, আমার ওপর থেকে নুর দান করুন, আমার নিচ থেকেও নুর দান করুন। হে আল্লাহ! আমাকে নুর দান করুন। (সহিহ মুসলিম)
মসজিদে প্রবেশ করার সময় পড়ুন:
بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফ-তাহ লী আবওয়াবা রাহমাতিক।
অর্থ: আল্লাহর নামে মসজিদে প্রবেশ করছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ুন:
بِسْمِ اللهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা।
অর্থ: আল্লাহর নামে মসজিদ থেকে বের হচ্ছি। আল্লাহর রাসুলের ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করি।
ওএফএফ