মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

1 month ago 20

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টঙ্গিরঘাট গ্রামের মসজিদের ১২ লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামে বৈঠক হয়। বৈঠকে ফান্ডের টাকা কিভাবে খরচ হবে এ নিয়ে একই গ্রামের কালা মিয়ার সঙ্গে তৈয়ব আলীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শনিবার সকালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়।

গুরুতর আহত একজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। মসজিদের টাকাকে ইস্যু করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এমএস

Read Entire Article