নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান প্রদর্শিত হওয়ার ঘটনায় লিটন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) রাতে নাটোরের লালপুরে রামকৃষ্ণপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি নজরে এলে স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন।
তারা জানান, একই গ্রামে ঈদের দিন নামাজ শেষে ‘জয় বাংলা স্লোগান’কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন পর একই গ্রামের মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান লেখাটি ভেসে ওঠে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে ওই সাইনবোর্ড দান করা ইমদাদুল হক লিটন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বজলুর রহমান জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না। তবে বিষয়টি জানার পরই ডিজিটাল সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/জেডএইচ/এমএস