মহল্লার রায় ও ব্যালট বাক্স: তৃণমূল রাজনীতির ভেতরের গল্প
রাজনীতি কেবল টেলিভিশনের বিতর্ক বা ফেসবুক পোস্ট নয়। এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ, বিশ্বাস, সম্পর্ক ও পাশে থাকার গল্প। তরুণদের রাজনীতি যদি সত্যিই বিকল্প হতে চায়, তবে শহরের আলো ছেড়ে গ্রামের উঠানে, বাজারের চায়ের দোকানে, মানুষের জীবনের ভেতরে যেতে হবে। কারণ, শেষ পর্যন্ত ভোট পড়ে সেখানেই, যেখানে আড্ডা বসে, সম্পর্ক গড়ে, আর মানুষ একসঙ্গে চা খেয়ে তর্ক করেও আবার একসঙ্গে হাঁটে।
রাজনীতি কেবল টেলিভিশনের বিতর্ক বা ফেসবুক পোস্ট নয়। এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ, বিশ্বাস, সম্পর্ক ও পাশে থাকার গল্প। তরুণদের রাজনীতি যদি সত্যিই বিকল্প হতে চায়, তবে শহরের আলো ছেড়ে গ্রামের উঠানে, বাজারের চায়ের দোকানে, মানুষের জীবনের ভেতরে যেতে হবে। কারণ, শেষ পর্যন্ত ভোট পড়ে সেখানেই, যেখানে আড্ডা বসে, সম্পর্ক গড়ে, আর মানুষ একসঙ্গে চা খেয়ে তর্ক করেও আবার একসঙ্গে হাঁটে।