মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি: গ্রেফতার দাবিতে থানা ঘেরাও-সড়ক অবরোধ

3 months ago 14

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সৌরভ দত্তকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুসল্লিরা।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধ করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ করেন।

 গ্রেফতার দাবিতে থানা ঘেরাও-সড়ক অবরোধ

অভিযুক্ত সৌরভ দত্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামের বাবুল দত্তের ছেলে।

বক্তারা বলেন, মহানবী (সা.) এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া সৌরভ দত্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মুসলিম উম্মাহকে ঈমানী দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

এছাড়াও স্থানীয় আলেম-ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দায়িত্বে অবহেলার অভিযোগে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 গ্রেফতার দাবিতে থানা ঘেরাও-সড়ক অবরোধ

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে সকাল ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বাসস্ট্যান্ডে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদেরকে সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৌরভ দত্তকে শুক্রবার রাতেই পুলিশ গ্রেফতার করেছে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শাওন খান/এফএ/এএসএম

Read Entire Article