মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের সর্বশেষ অবস্থান

7 hours ago 4

হারিকেন এরিন ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে। বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। খবর এএফপির।

এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।

হারিকেন এরিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস, পরবর্তীতে বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের শক্তি দ্রুত বাড়ছে। মাত্র একদিন আগে এটি ক্যাটাগরি ১ ছিল, আর এখন ক্যাটাগরি ৫-এ পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী সপ্তাহের শুরুতে হারিকেন এরিন দুর্বল হতে শুরু করবে, তবে ততদিন পর্যন্ত এটি ক্যারিবীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রের উপকূলে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।

Read Entire Article