মহাসড়কের পাশে কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

1 day ago 10

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নগরকান্দা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

Read Entire Article