মহাসড়কের পাশে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

6 days ago 7
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনের উভয় পাশের দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গড়ে তুলে মোটা অঙ্কের টাকা জামানত নিয়ে মাসোহারা আদায় করত প্রভাবশালী মহল। এতে মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনের যানজট যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অবশেষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে প্রশাসন। আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে পথচারীদের জন্য ফুটপাত ও সরকারি জায়গা দখল মুক্ত করা হয়। জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে মাইকিং করে প্রশাসন।
Read Entire Article