মহেশকে দেখলে অপরাধবোধে ভুগতাম: তৃষা কৃষ্ণন

2 months ago 6

দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় দুই তারকা মহেশ বাবু ও তৃষা কৃষ্ণন। যারা একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমায় তাদের অনবদ্য রসায়ন আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন। তবে সিনেমার বাইরেও রয়েছে তাদের দীর্ঘ দিনের এক বন্ধুত্বের গল্প, যা অনেকেই জানেন না।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে তৃষা কৃষ্ণন জানিয়েছেন, 'মহেশ খুব ভালো একজন মানুষ। তাকে আমি পছন্দ করি।  অনেক আগেই চেন্নাইয়ের কলেজ জীবনে মহেশ বাবুর সঙ্গে আমার পরিচয় হয়। আমরা তখন কমন বন্ধুদের মাধ্যমে একে অন্যকে চিনতাম। ছিল 'হাই-বাই' ধাঁচের বন্ধুত্ব। তখন কল্পনাও করিনি একদিন পর্দায় একসঙ্গে কাজ করব।'

মহেশ বাবুর প্রতি ভীষণ শ্রদ্ধাশীল তৃষা। সাক্ষাৎকারটিতে তিনি আরও বলেন, ‘মহেশ ভীষণ পরিশ্রমী। ভোর থেকে রাত অবধি শুটিং করে। শুটিং চলাকালীন সে নিজের ক্যারাভান পর্যন্ত যেত না। সে মনিটরের সামনে বসে প্রতিটি দৃশ্য মন দিয়ে দেখত। তার এই নিষ্ঠা দেখে মাঝে মধ্যে নিজেই অপরাধবোধে ভুগতাম।‘

মহেশ বাবুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’, যা পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মহেশের পাশাপাশি  মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা অভিনয় করেন প্রধান চরিত্রে। বর্তমানে মহেশ ব্যস্ত এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘এসএসএমবি২৯’ নিয়ে। আন্তর্জাতিক অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমা মুক্তি পাবে ২০২৭ সালে।

এদিকে, তৃষা কৃষ্ণনও কম নন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘থাগ লাইফ’, যেখানে তার থেকে ৩০ বছরের বড় অভিনেতা কমল হাসানের সঙ্গে রোমান্স করে দারুণ চর্চায় রয়েছেন তিনি। 

Read Entire Article