মহেশখালীতে জিয়া বাহিনীর প্রধানসহ গ্রেফতার ২

3 months ago 48

কক্সবাজারের মহেশখালীতে সহযোগীসহ ১৪ মামলার আসামি মো. জিয়াউর রহমান জিয়াকে (৪৪) গ্রেফতার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মো. জিয়াউর রহমান জিয়া মহেশখালীর মোহাম্মদ শাহ ঘোনা এলাকার নুরুল আমিন লেদুর ছেলে। তার সঙ্গী মো. মহিউদ্দিনের (৩৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি। এলাকায় মহিউদ্দিন ভাড়াতে সন্ত্রাসী হিসেবে আর জিয়া কুখ্যাত ডাকাত জিয়া বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তকি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় অবস্থান করে আসছিলেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল অভিযান চালায়। এসময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযানকারীরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান ও তার সহযোগী মহিউদ্দিনকে গ্রেফতার করে।

এসময় পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, জিয়ার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ অপহরণ, অস্ত্র এবং নানা অভিযোগে ১৪টি মামলা চলমান রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

Read Entire Article