মাইকেল জ্যাকসনকে নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

3 months ago 12

কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনের বায়োপিক নির্মিত হয়েছে। প্রাথমিকভাবে সিনেমাটি ২০২৫ সালের ৩ অক্টোবর মুক্তির কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্তটি স্থগিত হয়ে গেছে। জানা গেছে, এখন দুই ভাগে ভাগ করে ২০২৬ সালের পর মুক্তির পরিকল্পনা চলছে।

লায়ন্সগেট স্টুডিওর প্রধান জন ফেলথেইমার সম্প্রতি জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ ২০২৬ সালের এপ্রিলের পরে বড় পর্দায় আসতে পারে।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাগ্নে জাফার জ্যাকসন। তিনি প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন। পরিচালনা করছেন আন্তোয়ান ফুকুয়া। এটির প্রযোজক গ্রাহাম কিং।

চলচ্চিত্রের মূল চিত্রগ্রহণ শেষ হয়েছে ২০২৪ সালের মে মাসে। বর্তমানে চিত্রনাট্য পুনর্লিখনের কাজ চলছে। সিনেমাটি রিমেকের জন্য তৈরি হচ্ছে। এজন্যই মুক্তির তারিখ পেছানো হয়েছে।

এই চলচ্চিত্রের বাজেট প্রায় ১৫৫ কোটি মার্কিন ডলার।

লায়ন্সগেটের সিইও জন ফেলথেইমার জানিয়েছেন, ‘আমরা প্রযোজক গ্রাহাম কিং এবং পরিচালক আন্তোয়ান ফুকুয়ার কাছ থেকে পাওয়া ৩.৫ ঘণ্টার অসাধারণ ফুটেজ নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। খুব শিগগিরই আমরা সিনেমাটির নির্দিষ্ট মুক্তির পরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করব।’

এ ছবিতে মাইকেলের পরিবার এবং সংগীত জগতের বিভিন্ন পরিচিত ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো, নিয়া লং, মাইলস টেলার, লারেঞ্জ টেইট, লরা হ্যারিয়ার এবং আরও অনেকে।

এলআইএ/জেআইএম

Read Entire Article