রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ আরিফ (১৮) নামে এক যুবক আহত হন গত ৩০ নভেম্বর। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা আব্দুল মালেক জানান, আমার ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিওনের চাকরি করে। গত ৩০ তারিখে দুপুরের দিকে তিলপাপাড়া ৯ নম্বর রোড এলাকার মসজিদের পাশে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার বিষয়ে মামলা হয় এবং আসামিদের আটক করা হয়। তারা প্রভাবশালী হওয়ার কারণে জামিনে বের হয়ে আসে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ভেলাকোপা গ্রামে। বর্তমানে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় থাকতেন।
কাজী আল-আমিন/এমএইচআর/এএসএম