মাওলানা নেছার আহম্মদের ইন্তেকাল

2 months ago 32

চট্টগ্রামের সাতকানিয়া চরতী গ্রামের বাসিন্দা সমাজসেবক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শিক্ষাবিদ মাওলানা নেছার আহম্মদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় সাতকানিয়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুম নেছার আহম্মদ সাতকানিয়া দুরদুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাম্মণডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক স্কুলে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তিনি পাঁচ ছেলে, চার কন্যা, শিক্ষার্থী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাত ১০টায় সাতকানিয়ার চরতির তুলাতলী স্কুল মাঠে নামাজের জানাজা শেষে মরহুম নেছার আহম্মদকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।

মরহুম নেছার আহম্মদ ইন্ডিপেন্ডেন্ট টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজের শ্বশুর এবং বেসরকারি গণগ্রন্থাগার চট্টগ্রাম বিভাগের সভাপতি নাজমুল হক সিকদারের বাবা। শিক্ষাবিদ নেছার আহম্মদের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা গভীর শোক জানিয়েছেন।

এমডিআইএইচ/এমআরএম

Read Entire Article