মাগুরা অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

2 days ago 11

নতুন বছরের প্রথম দিনে মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে শহরের স্টেডিয়াম পাড়া সংলগ্ন ভবনের ফলক উন্মোচন ও আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

এক যুগ পর জেলা প্রশাসন প্রদত্ত ২০ শতক জায়গায় নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়টির অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক রূপক আইচের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা বাবুল আহমেদ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। 

এ সময় নিজস্ব জমিতে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেন প্রতিবন্ধী সন্তানদের অভিভাবকরা।

Read Entire Article