মাগুরায় দাফনের ১১২ দিন পর শহীদ সুমনের মরদেহ উত্তোলন

1 month ago 22

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে শহীদ হন শিক্ষার্থী সুমন শেখ (১৯)। তার মরদেহ দাফনের ১১২ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে মহম্মদপুর উপজেলার বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদরাসা কবরস্থান থেকে সুমনের মরদেহ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা মহম্মদপুর থানার পরিদর্শক মুন্সি রাসেল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য সুমন শেখের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সুমন শেখ গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ওইদিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গত ৪ আগস্ট পরিবারের নিষেধ উপেক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন সুমন শেখ। যাওয়ার আগে—‘যাচ্ছি মিছিলে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে ইনশাআল্লাহ’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। পরে মহম্মদপুর থানার সামনে থেকে বুকে, হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সুমন শেখ।

সুমন মাগুরার মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

কানুর রহমান ও খাদিজা বেগমের পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ছিলেন সুমন। বাবা একজন বর্গা দিনমজুর ও চাষি।

এসআর/এএসএম

Read Entire Article