মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারে রান্না করা খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহমাদ উদ্দিন নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদ উদ্দিন (৫৫) নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নয়ন সুখ গ্রাম-সংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদ উদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়।  এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদ উদ্দিনের কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা

মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারে রান্না করা খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহমাদ উদ্দিন নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদ উদ্দিন (৫৫) নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নয়ন সুখ গ্রাম-সংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদ উদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়।  এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদ উদ্দিনের কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow