মাঝ আকাশে বিপাকে বিমানের ফ্লাইট, নামল মাস্কাটে

2 months ago 5

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ পরিস্থিতিতে বেসামরিক উড়োজাহাজ চলাচলে সৃষ্টি হয়েছে জটিলতা। এরই ধারাবাহিকতায় বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটি দোহাগামী পথের মাঝপথে জানতে পারে যে কাতারে প্রবেশ করা সম্ভব নয়, ফলে ওমানের মাস্কাটে অবতরণ করে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্কাটে জ্বালানি ভরে ফ্লাইটটি ঢাকায় ফিরবে। 

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর সোমবার গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি আগেই দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, মাঝপথে কাতারের আকাশসীমা বন্ধের খবর পায়। পরে রুট পরিবর্তন করে মাস্কাটে (ওমান) যায়। সেখানে জ্বালানি নেওয়া (রিফুয়েলিং) হবে। জ্বালানি নেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরবে।

এদিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।

এই পরিস্থিতিতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্স অফিসে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময়সূচি পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যও অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Read Entire Article