মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য প্রাণরক্ষা

2 months ago 7

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি প্লেন মাঝআকাশে হঠাৎ ৯০০ ফুট নিচে নেমে গিয়েছিল। গত ১৪ জুন ভিয়েনাগামী প্লেনটি উড্ডয়নের পরপরই এই ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলাকালীন দুই পাইলটকেই সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

এয়ারলাইনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাইলটদের রিপোর্ট পাওয়ার পর নিয়ম অনুযায়ী বিষয়টি ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) জানানো হয়। প্লেনের রেকর্ডার থেকে তথ্য পাওয়ার পর আরও বিস্তারিত তদন্ত শুরু হয় এবং পাইলটদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সৌভাগ্যবশত, ওইদিন এমন ঘটনার পরেও প্লেনটি শেষ পর্যন্ত ৯ ঘণ্টা ৮ মিনিটের যাত্রা শেষে ভিয়েনায় নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল।

এর মাত্র দু’দিন আগে, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ওই দুর্ঘটনায় প্লেনে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন নিহত হন। এছাড়া মাটিতে থাকা আরও কয়েকজনের মৃত্যু ঘটে। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ প্লেন দুর্ঘটনা।

আহমেদাবাদ দুর্ঘটনার পরপরই এবং দিল্লি-ভিয়েনা ফ্লাইটের ঘটনাকে সামনে রেখে ভারতের পার্লামেন্টের পরিবহন সম্পর্কিত স্থায়ী কমিটি ২৩ জুন একটি বৈঠক যাকে। জনতা দল (ইউনাইটেড)-এর সংসদ সদস্য সঞ্জয় ঝার নেতৃত্বে এই কমিটি প্লেন চলাচলের নিরাপত্তা এবং এ খাতে জনবল সংকট নিয়ে পর্যালোচনা করবে।

উল্লেখ্য, আহমেদাবাদের দুর্ঘটনার ঘটনায় দুটি ব্ল্যাক বক্স—ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার—উদ্ধার করা হয়েছে। একটি দুর্ঘটনাস্থলের একটি বাড়ির ছাদ থেকে, অন্যটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্ত প্রতিবেদন ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

Read Entire Article