মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

2 days ago 8
ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনগামী ছয় ঘণ্টার একটি ফ্লাইটে ঘটল চরম ভোগান্তিকর এক ঘটনা। বিমানে একটিও শৌচাগার ব্যবহারযোগ্য না থাকায় যাত্রীরা বোতল ও প্লাস্টিকের ব্যাগে মলমূত্র ত্যাগ করতে বাধ্য হন। কেউ কেউ আবার সিটেই তা করে ফেলেন। এতে মাঝআকাশে তৈরি হয় অস্বস্তিকর ও অসহনীয় পরিস্থিতি। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই ফ্লাইটে সাধারণত দুটি বা ৩টি শৌচাগার থাকে। কিন্তু যাত্রা শুরুর আগেই সেগুলো খারাপ হয়ে গিয়েছিল। তা মেরামত না করেই বিমানটি ছেড়ে দেয় সংস্থাটি। এই সময় জানায়, ফ্লাইটিতে ছিলেন শিশুসহ বৃদ্ধ যাত্রীও। শৌচাগার ব্যবহার করতে না পেরে তারা চরম বিপাকে পড়েন। অনেকে বাধ্য হয়ে বোতল ও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন। এক বৃদ্ধা সিটেই মলত্যাগ করে ফেলেন বলে জানিয়েছেন সহযাত্রীরা। ফলে কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধে ভরে যায় কেবিন। অবতরণের পর অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝআকাশে অবস্থা এতটাই অসহনীয় হয়ে উঠেছিল, ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গে নেমে পড়ি। কিন্তু ৩০ হাজার ফুট ওপরে বসে সে উপায় আর ছিল না।  
Read Entire Article