মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

1 week ago 8

সিলেটে মাটিচাপা দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা করেছিল ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলার ধুপাগুল এলাকা থেকে পাথর উদ্ধার করা হয়। সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার পরিত্যক্ত কৃষি জমিতে অভিযান চালায় প্রশাসন। এ সময় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে পাথর জব্দ করে রাখে। পাথরের প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি। যারা পাথর রেখেছে তাদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছি। যে বা যারা এ পাথরের সঙ্গে জড়িত তাদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়ার পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।

এর আগে, সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে কচুরিপানা ও মাটিচাপা দেওয়া অবস্থায় ৪টি পুকুর থেকে প্রায় দুইলাখ ঘনফুট পাথর উদ্ধার করেছিল জেলা প্রশাসন। 

Read Entire Article