মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

2 months ago 39

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অধীন বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাটিরাঙ্গায় অসহায় জনগণের মাঝে নগদ অর্থ ও ইলেক্ট্রনিক্স সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জোন সদরে সহায়তা প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন ও মাস্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে পরশুরাম ঘাট আর্মি ক্যাম্পের কবুতরছড়া রাস্তার মাথা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে চিকিৎসা সেবা ক্যাম্পে ৬২৩ জন পাহাড়ি-বাঙালির মাঝে সেবা দেওয়া হয়।

এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান।

তিনি বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।

এ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

মুজিবুর রহমান ভুইয়া/জেডএইচ/এএসএম

Read Entire Article