মাতৃভাষা সাংবাদিক কনফারেন্সে যাচ্ছেন বাংলাদেশি ২ সাংবাদিক

3 months ago 9
আগামী ১৩ ও ১৪ জুন নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক কনফারেন্স-২০২৫। এই কনফারেন্সে অংশগ্রহণ করছেন বাংলাদেশি দুই সাংবাদিক। কনফারেন্সে অংশ নেওয়া সাংবাদিকরা হলেন- সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রহমান। জানা গেছে, সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি গুরুত্বের সঙ্গে সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছেন। ইতোমধ্যে গত দুই বছরে ১০টি আন্তর্জাতিক কনফারেন্সের  আয়োজন করেছে এই সংগঠন। সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Read Entire Article