বিইউবিটিতে বিএনকিউএফ ও জিইডি কোর্সবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

8 hours ago 2
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আইকিউএসির আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং জেনারেল এডুকেশন (জিইডি) কোর্সের বাস্তবায়ন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিইউবিটির ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বিএনকিউএফ ও জিইডি কোর্সের বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগ শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর পরিচালক (কোয়ালিটি অ্যাসিওরেন্স ও বিএনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিন। তিনি তার বক্তব্যে বিএনকিউএফ এর গুরুত্ব এবং উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি জিইডি কোর্স শিক্ষার্থীদের সাধারণ শিক্ষাগত ভিত্তি শক্তিশালী করতে কীভাবে ভূমিকা রাখে তা তুলে ধরেন। সেমিনারটি সভাপতিত্ব করেন বিইউবিটির আইকিউএসি পরিচালক প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ। তিনি তার বক্তব্যে একাডেমিক মানোন্নয়ন এবং বিএনকিউএফ ও জিইডি কোর্স কার্যকরভাবে বাস্তবায়নে আইকিউএসির ভূমিকা তুলে ধরেন। পরিশেষে, বিইউবিটি আইকিউএসির অতিরিক্ত পরিচালক জাভেদ মান্নান কৃতজ্ঞতা জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ অতিথি, বক্তা, শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
Read Entire Article