মাত্র ২৪ সেকেন্ডেই নজর কাড়লেন নুসরাত ফারিয়া

2 months ago 7

মাত্র ২৪ সেকেন্ড। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া। ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে এবার কোনো সিনেমা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি রিলস ভিডিও দিয়েই!

ভিডিওটিতে দেখা যায়, সোনালি এক আবেদনময়ী পোশাকে ধরা দিয়েছেন ফারিয়া। কার্লি চুল, চোখে গভীর চাহনি আর হাতে ধরা একটি গোলাপ। সব মিলিয়ে এ যেন এক আবেদনময়ী উপস্থিতি। সেই রূপে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। রিলসটি প্রকাশের পরই মুহূর্তে ছড়িয়ে পড়েছে অনলাইনে, আর ফারিয়ার সৌন্দর্য ও গ্ল্যামার নিয়ে ভরে উঠেছে কমেন্ট বক্স।

এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।’

আরেক ভক্ত যেন আরও এক ধাপ। তিনি লিখেছেন, ‘তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না। শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।’

উল্লেখ্য, আরজে হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের ব্যবধানে উপস্থাপক ও অভিনেত্রী হিসেবেও নিজের অবস্থান পোক্ত করেছেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এখন মাত্র ২৪ সেকেন্ডের ভিডিও দিয়েই তিনি প্রমাণ করলেন, আলোচনায় আসতে বড় আয়োজনের প্রয়োজন নেই—দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়াই যথেষ্ট।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Faria (@nusraat_faria)

 

Read Entire Article