মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত

2 months ago 37

খুলনার তেরখাদা উপজেলায় মাদক বিক্রেতা ও তাদের সহযোগীদের হামলায় গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্য আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) রাতে তেরোখাদা উপজেলার আজুগড়া আমতলা গ্রামের আমতলা-কোলা বাজার সড়কে এ ঘটনা ঘটে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, মাদক বিক্রেতাদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই এমএম কামরুল ইসলাম, এএসআই মো. মঈনুদ্দীন, কনস্টেবল তবিবুর রহমান ও সোহেল রানা।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, তেরখাদা উপজেলার আমতলা টু কোলা বাজার সড়কে গোপন সংবাদে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম আমতলা গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক বিক্রেতা পারভেজ মোল্লাকে (৪২) গ্রেফতার করা হলে তার সহযোগী মফিজুল শেখ, আবু তাহের, সোহেল মোল্লা, ইসা মোল্লা, জয়নুল মোল্লা, মহিউদ্দিন রেজা শেখ, মামুন শেখ, মাসুদ মোল্লাসহ মাদক কারবারিরা তাদের ওপর হামলা চালায়।

হামলায় এএসআই মঈন, কনস্টেবল তবিবুর, সোহেল ও শামীম রেজা আহত হন। আহতদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় জড়িত আবু তাহের, সোহেল মোল্লা ও মফিজুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এসআই কাজী নাগিব শাকিল বাদী হয়ে তেরখাদা থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন।


আলমগীর হান্নান/জেডএইচ/জিকেএস

Read Entire Article