লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় আলী দেওয়ান (৭৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
বুধবার (১১ জুন) দিনগত রাতে উপজেলার চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন মামুন। তিনি আলী দেওয়ানের ছোট ছেলে। সম্প্রতি মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ঈদের আগে জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। এ ঘটনা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। বুধবার এশার নামাজের সময় আলী ওজু করতে যান। তখন পেছন থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন মামুন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আলী ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মানুনকে গ্রেফতারের অভিযান চলছে।
কাজল কায়েস/আরএইচ/এমএস