মাদক নিয়ে আমাদের সমাজে এক ধরনের দ্বৈতনীতি কাজ করে। আমরা ধূমপান, অ্যালকোহল, গাঁজা বা অন্যান্য মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করি, কিন্তু কখনোই ভাবতে চাই না, কেন মানুষ এসবের দিকে ঝুঁকে পড়ে। মাদকবিরোধী অভিযান, কঠোর আইন বা সামাজিক লজ্জা দেখিয়ে মানুষকে নেশা থেকে ফেরানো যায় না, যদি না আমরা মাদক গ্রহণের প্রকৃত কারণগুলো খুঁজে বের করি।
ধরুন, একজন পুরুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট ধরাল। এতে কেউ... বিস্তারিত