মাদক মামলায় গ্রেপ্তার অভিনেতা, কারাগারে রাখার নির্দেশ

2 months ago 6
মাদক রাখার অভিযোগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা শ্রীকান্তকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে তামিলনাড়ুর নুঙ্গমবক্কম থানায় দীর্ঘ ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ জুন) চেন্নাইয়ের মহানগর ম্যাজিস্ট্রেট ধায়ালান শুনানি শেষে ৭ জুলাই পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেন। মাদক মামলায় ‘সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম’ (এআইএডিএমকে) দলের সদস্য টি প্রসাদকে গ্রেপ্তারের পরই এই চক্রে অভিনেতা শ্রীকান্তের নাম উঠে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রসাদকে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে, অভিনেতা শ্রীকান্তের জন্য তিনি কোকেনসহ বিভিন্ন নিষিদ্ধ মাদক সরবরাহ করতেন। এমনকি শ্রীকান্তের কাছে প্রায় এক গ্রাম কোকেন ১২ হাজার রুপিতে বিক্রি করেছিলেন বলেও দাবি করেন তিনি। এই স্বীকারোক্তির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তারা প্রসাদের মোবাইলের মেসেজ ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই শুরু করেন। পরে শ্রীকান্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তার রক্তের নমুনা পরীক্ষায় মাদকের উপস্থিতি ধরা পড়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এই মামলাকে ঘিরে বড় একটি মাদকচক্রের সন্ধান পাওয়া গেছে। পুরো চক্রকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।
Read Entire Article