মাদক সংশ্লিষ্ট কাউকে ধরিয়ে দিলেই ৫ হাজার টাকা পুরস্কার

2 hours ago 6

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনির্মিত  মুন্সি মেহেরুল্লাহ হলে মাদক ও নেশাজাতীয় দ্রব্যসেবন ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে হল প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) যবিপ্রবি মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুন্সি মেহেরুল্লাহ হলের সব আবাসিক ছাত্রদের হলের অভ্যন্তরে ধূমপান এবং সব ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য (মদ, গাঁজা, ফেনসিডিল ইত্যাদি) সেবন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হলের অভ্যন্তরে ধূমপান বা মাদক সেবন বা সংরক্ষণ অবস্থায় কোনো ছাত্র ধরা পড়লে বিশ্ববিদ্যালয়ের ‘Rules of Discipline for Student’ অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হলের ভেতরে মাদক বা নেশাজাতীয় দ্রব্যসেবন বা বহন বা সংরক্ষণকারীকে উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, ‘কোনো শিক্ষার্থী ও হলের ভেতরে কেউ যেন মাদকের সংস্পর্শে না আসে ও হলের পরিবেশ সুন্দর এবং শিক্ষার উপযোগী রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, সবাই এ নিয়ম মেনে চলবে।’

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আব্দুল্লাহ আল মামুন নামে এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখতে এটি একটি অভিনব উদ্যোগ। অনেক সময় আমরা মাদকের বিরুদ্ধে নাম মাত্র নোটিশ দেখি কিন্তু মাদকের বিরুদ্ধে সেভাবে একশন নিতে দেখি না। এ উদ্যোগের মাধ্যমে মাদক বন্ধে আরও একধাপ এগিয়ে যাবে যবিপ্রবি।’

উল্লেখ, কিছুদিন পূর্বে ছাত্রদের শহীদ মসিয়ূর রহমান হলেও মাদক গ্রহণ বন্ধে নির্দেশনা দিয়ে একটি পর্যবেক্ষণ তদারকি ও নিয়ন্ত্রণ কমিটি গঠন করেছিল হলটির প্রশাসন।

Read Entire Article