মাদক সেবনের সময় ২০ বহিরাগতকে কান ধরে উঠবস

3 weeks ago 8

মাদক সেবনের সময় ২০ বহিরাগতকে আটক করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) প্রক্টরিয়াল বডি। পরে তাদের কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য (গাঁজা) জব্দ করা হয়।

জানা যায়, রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেক পাড়, নির্মাণাধীন কফি হাউজে গাঁজা সেবন করছিলেন তারা। এসময় মাদক নিয়ন্ত্রণের নিয়মিত অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের গঠিত কমিটি তাদেরকে আটক করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করলেও ১০ জন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দশজনকে কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেয়।

এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, চেষ্টা করছি ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখার। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুত বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মাদকমুক্ত হবে।

আশিক জামান অভি/এএইচ/এমএস

Read Entire Article