মাদকদ্রব্য বিক্রিতে বাধা, কালবেলার সাংবাদিকের ওপর হামলা

2 months ago 6

কালবেলার ছাতক উপজেলা প্রতিনিধি ও ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৩০ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাতক কেন্দ্রীয় মসজিদের পাশে মাদকদ্রব্য বিক্রি না করতে বাধা দেন সাংবাদিক সাকির আমিন। বাধা ও নিষেধ করায় একটি সালিশ বৈঠক থেকে ডেকে নিয়ে মুঞ্জর আলী, বুরহান মিয়া ও বিল্লাল সংঘবদ্ধভাবে সাংবাদিক সাকির আমিনের ওপর হামলা করে। লোহার পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। এ সময় তাকে বাঁচাতে এসে আহত হয়েছেন আব্দুল কাইয়ুম, কাওসার আহমেদ, আব্দুল কাদির শিশু, রাজু মিয়া ও রাগীব আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিষয়টি জেনেছি, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article