মাদকাসক্ত ছেলেকে কারাগারে দিলেন মা

1 month ago 30

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন মা সাজেদা খাতুন। পরে তার ছেলেকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শাহজাহান মিয়া (২৫)। তিনি উপজেলার পাঁচগাঁও গ্রামের শুকুর মাহমুদ-সাজেদা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয়রা জানান, শাহজাহান অনেক দিন ধরে মাদকাসক্ত। প্রায় সময় বাড়িতে ঝামেলা করেন। ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অভিযোগ দেন তার মা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় শাহজাহান মিয়াকে হাতনাতে আটক করে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় নগদ ১০০ টাকা জরিমানা করা হয়। পরে রাতেই তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করা হয়। এ সময় শাহজাহান মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article