মাদকের টাকা চাওয়ায় বাবার ধাক্কা, বটির ওপর পড়ে ছেলের মৃত্যু

6 hours ago 4

রাজধানী ডেমরা বামৈল মধ্যপাড়া এলাকা থেকে মো. বাকির হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক বাকিব।

ডেমরা থানার উপ-পরিদর্শক(এস আই) মো. মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরের দিকে ডেমরা বামৈল মধ্যপাড়া এলাকার ভাড়া বাসার পাশের খোলা জায়গা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পারি বাকির মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য তিনি বাবা কাশেমের থেকে ২০০ টাকা চান। পরে এ বিষয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে কাশেম ধাক্কা দিলে পাশেই একটি বটির ওপর পড়ে যায় রাকিব। এতে তার মৃত্যু হয়।

তিনি জানান, এই বিষয় নিয়ে কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।

কাজী আল-আমিন/এনএইচআর

Read Entire Article