ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

4 hours ago 7
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, সংশোধিত সাধারণ ক্ষমা আইন অনুযায়ী সম্প্রতি ৩৩ হাজার ৫৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা অনুপস্থিতিতে রায় ছিল, তাদেরও ক্ষমার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, এ সময় প্রায় ৩৭ বিলিয়ন দিনার ও ৩৪ মিলিয়ন ডলার জরিমানা ও অর্থদণ্ড রাষ্ট্রীয় কোষাগারে ফেরত এসেছে। শুধু ২১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মুক্তি পেয়েছে ১৯ হাজারের বেশি বন্দি, যদিও তখন যোগ্য ছিলেন ৯৩ হাজারেরও বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে পাস হওয়া আইনটি প্রথমে ফেডারেল কোর্ট স্থগিত করেছিল। পরে ফেব্রুয়ারি ও মার্চে আদালতের নির্দেশে দেশব্যাপী কার্যকর হয়। সুন্নি রাজনৈতিক দলগুলো একে জাতীয় পুনর্মিলনের পথে অগ্রগতি বলছে। তবে শিয়া গোষ্ঠীগুলোর অভিযোগ, এতে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কিছু লোক ফাঁকফোকর দিয়ে ছাড়া পেতে পারে। নিরাপত্তা কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, সন্ত্রাসবাদ, সহিংস অপরাধ, মাদক পাচার ও বিদেশিদের বিরুদ্ধে গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্তরা এই আইনের আওতায় আসবে না। সূত্র : শাফাক নিউজ
Read Entire Article