মাদরাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে আসছে পরিবর্তন

3 months ago 64
মাদরাসা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক। তিনি জানিয়েছেন, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন চালুর চিন্তাভাবনা চলছে। বৃহস্পতিবার (১২ জুন) জয়পুরহাটে আলিম পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অধ্যাপক নূরুল হক উল্লেখ করেন, জেডিসি ও জেএসসি পরীক্ষা প্রচলিত থাকা অবস্থায় ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের যৌক্তিকতা ছিল। তবে বর্তমানে এই পরীক্ষাগুলো না থাকায় ওই রেজিস্ট্রেশনের আর কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, এটি একটি জটিল বিষয় এবং আন্তশিক্ষা বোর্ডের সংশ্লিষ্টতা থাকায় বিলুপ্তির প্রক্রিয়া চলমান রয়েছে। সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন। এ সময় হানাইল নোমানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, কড়ই নুরুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকারসহ অন্য অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আরও জানান, ইবতেদায়ী মাদরাসা স্থাপন, স্বীকৃতি এবং এমপিওভুক্তির জন্য প্রণীত নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ প্রসঙ্গে অধ্যাপক নূরুল হক বলেন, বর্তমানে বাংলাদেশে মাত্র একটি মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (বিএমটিটিআই) রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই সংকট দূর করতে প্রতিটি বিভাগে একটি করে বিএমটিএফ বিএমটিটিআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। সভায় অংশগ্রহণকারী অধ্যক্ষ ও সুপাররা আসন্ন পরীক্ষাগুলো নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
Read Entire Article