বরগুনার বামনা উপজেলার একটি মাদরাসার মেঝে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এক নারী। বর্তমানে শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিখাত আরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা ডিএসআর দাখিল মাদরাসা ভবনের নিচতলার মেঝেতে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতের আঁধারে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে মাদরাসার নিচতলার মেঝেতে নবজাতকটিকে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দেখতে পান। তবে মৃত ভেবে অনেকেই শিশুটির কাছে যাননি। খবর পেয়ে মাদরাসা সংলগ্ন বাসিন্দা মাহফুজা বেগম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ওই এলাকার সৌদি প্রবাসী নামের একটি হাসপাতালে নিয়ে যান। পরে বিকেলের দিকে ইউএনওসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শিশুটিকে উদ্ধার করা মাহফুজা বেগম জাগো নিউজকে বলেন, প্রথমে দেখে মনে হয়নি শিশুটি বেঁচে আছে। পরে নিজের সন্তানের মতো করেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয়ে ইউএনও নিখাত আরা জাগো নিউজকে বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল আহাদ অনিক/এসআর/এমএস