মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

2 weeks ago 12

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর শহরের বিসিক শিল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরের যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তাওহীদ সন্নামাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

মামলার বিবরণে জানা যায়, ১৯ জুলাই মাদারীপুর-শরীয়তপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় গুলিতে নিহত হন তাওহীদ সন্নামাত। এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, আরেক সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে কাজল কৃষ্ণ দেকে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ সন্নামাত হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম

Read Entire Article