মাদারীপুরে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

1 month ago 11

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ডুবে নিখোঁজের দুইদিন পর সুলায়মান সরদার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর উপজেলার মাথাভাঙা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুলায়মান সরদার সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামের সুমন সরদারের ছেলে।

মাদারীপুরে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবার সঙ্গে নদের পানিতে পাট ধোঁয়া দেখতে যায় সুলায়মান। এসময় অসাবধানবশত পা পিছলে নদের পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেলে খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল সুলায়মানকে উদ্ধারে অভিযান শুরু করে। আড়িয়াল খাঁ নদের পানি বেশি থাকায় তল্লাশি অভিযানে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে না পাওয়া গেলে ফিরে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর স্থানীয়ভাবে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়। সোমবার বিকেলে উদ্ধার করা হয় সুলায়মানের মরদেহ।

নিহতের চাচা নুর আলম বলেন, ব্যক্তিগত উদ্যোগে ট্রলার নিয়ে খুঁজে সুলায়মানের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জামান বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালায়। এতে কোন খোঁজ পাওয়া যায়নি শিশুটির। আধুনিক যন্ত্রপাতি না থাকা ও পানিতে স্রোত থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/জিকেএস

Read Entire Article