মাদুরোর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগকে যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের বিরুদ্ধে মাদুরোর ‘মারাত্মক নার্কো-সন্ত্রাসী অভিযান’ বলে উল্লেখ করেছেন। তিনি মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ আখ্যা দিয়ে জানান, হামলার এক সপ্তাহ আগে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। তবে নিকোলাস মাদুরো এর আগেও একাধিকবার মাদক কার্টেলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকার মাটিতে,
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।
রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো-সন্ত্রাসে ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের অবৈধ দখল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও অভিযুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগকে যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের বিরুদ্ধে মাদুরোর ‘মারাত্মক নার্কো-সন্ত্রাসী অভিযান’ বলে উল্লেখ করেছেন। তিনি মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ আখ্যা দিয়ে জানান, হামলার এক সপ্তাহ আগে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল।
তবে নিকোলাস মাদুরো এর আগেও একাধিকবার মাদক কার্টেলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে, আমেরিকান ন্যায়বিচারের পূর্ণ কঠোরতার মুখোমুখি হতে হবে’।
এর আগে বিবিসি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোরে তাকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে হাজির করা হয় মাদুরোকে। পরে তাকে ব্রুকলিনের এই ফেডারেল কারাগারে স্থানান্তর করা হয়।
What's Your Reaction?