মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা

2 hours ago 4

দীর্ঘ ২৯ বছর পর  দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি, এবার  আদালতের নির্দেশে রূপ নিয়েছে হত্যা মামলায়। আর এত বছর পর সেই রায়েই যেন জেগে উঠেছে সালমান ভক্তদের আবেগ ও ক্ষোভ। পরিবার বলছে, এটি ছিল পরিকল্পিত হত্যা। যার নেপথ্যে সাবেক স্ত্রী সামিরা হক থেকে শুরু করে আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ ১১ জনের নাম উঠে এসেছে মামলায়। এদিকে প্রিয় নায়কের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন ভক্তরা। 

জানা যায়, আগামী শনিবার (০১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশের সালমান ভক্তরা।

এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তরা’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক।

Read Entire Article