মানবেতর জীবন-যাপন করছেন ‘লোম মানব’ নামের একটি পরিবার

3 weeks ago 16

পরিবারটির সদস্য সংখ্যা ১২, প্রত্যেকের গায়ে অস্বাভাবিক লোম। এ কারণে তারা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। স্থানীয় কারোর কাছে তারা ভয়ের কারণ, আবার কেউবা করেন হাসি-তামাশা। পরিবারটির অভিযোগ সমাজের কেউ মিশতে চায় না তাদের সঙ্গে।

জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামে বসবাস করছেন এমন এক অদ্ভুত পরিবার। হতদরিদ্র পরিবারটির প্রতিটি সদস্যের সারা শরীরজুড়ে অস্বাভাবিক ঘন লোম। এই বিরল শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাদের স্থানীয়রা লোমমানব পরিবার বা দাঁড়িওয়ালা মানব বলে ডাকে। পরিবারের মেয়েছেলে উভয়ের শরীরেই রয়েছে অস্বাভাবিক লোম, যা তাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলছে।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই তাদের শরীরে অস্বাভাবিক লোম গজাতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে লোম আরও ঘন হয়ে যায়।

পরিবারের নারী সদস্য শিরিনা আক্তার কালবেলাকে জানান, তার বিয়ে হয়েছিল। তার স্বামী ও আত্মীয়রা কেউ তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে চায় না। তাই বাধ্য হয়ে গরিব বাবার ঘরেই রয়েছেন কষ্টে করে।

পরিবারের আরেক সদস্য ভোলা হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, বাইরে কোনো কাজে গেলে সবাই তাদের এড়িয়ে চলে। অনেক সময় পাশে দাঁড়াতে পর্যন্ত দেয় না।

ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার জুলহাস মণ্ডল কালবেলাকে বলেন, পরিবারটিতে অভাব-অনটন সবসময় লেগে থাকে। তাদের সামাজিক ও আর্থিক সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের কালবেলাকে বলেন, এটি হরমনজনিত রোগ। যেহেতু বংশ পরম্পরায় হয়, তাই বিচলিত হবার কিছু নেই।
সমাজের সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলেই হয়তো এই পরিবারও ফিরে পাবে স্বাভাবিক জীবনের আলো।

Read Entire Article