মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়েছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের। গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান। ভক্তদের মনে চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান স্পষ্টভাবে জানালেন, তিনি ও তার স্ত্রী রোজা আহমেদ এখন আর একসঙ্গে থাকছেন না। ‘জুলাই থেকেই আমরা আলাদা’ বিবাহবার্ষিকী উদযাপনের খবরকে ভুয়া দাবি করে তাহসান বলেন, ‘বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।’ তিনি জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন। উদযাপন নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহবার্ষিকী ও জন্মদিন পালন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তাহসান। তিনি বলেন, ‘আমি কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপ

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়েছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের। গত বছরের ৪ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান।

ভক্তদের মনে চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান স্পষ্টভাবে জানালেন, তিনি ও তার স্ত্রী রোজা আহমেদ এখন আর একসঙ্গে থাকছেন না।

‘জুলাই থেকেই আমরা আলাদা’ বিবাহবার্ষিকী উদযাপনের খবরকে ভুয়া দাবি করে তাহসান বলেন, ‘বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।’ তিনি জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

উদযাপন নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহবার্ষিকী ও জন্মদিন পালন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তাহসান। তিনি বলেন, ‘আমি কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারো জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।’

‘মানসিক অবস্থা ভালো নেই’ ব্যক্তিগত জীবনের এই টানাপড়েনের প্রভাব পড়েছে তাহসানের মানসিক স্বাস্থ্যেও। নিজের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না। অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।’

বিচ্ছেদ প্রসঙ্গ দাম্পত্য জীবনের ইতি টানার বিষয়ে ইঙ্গিত দিয়ে তাহসান বলেন, ‘আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। সেটা অনেক বড় প্রসঙ্গ। এখনই বিস্তারিত বলতে চাই না। সব কিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।’

উল্লেখ্য, তাহসান খান ও রোজা আহমেদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মাঝে বেশ আগ্রহ ছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow