মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মীই লুট করেন ৫ লাখ রিয়াল, আটক ৬

2 months ago 7

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া পাঁচ লাখ সৌদি রিয়ালের মধ্য থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। লুট হয় পাঁচ লাখ রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা। এদিন সন্ধ্যায় পল্টন অফিস থেকে এক প্রাইভেটকারে ওই রিয়াল উত্তরায় নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় গোয়েন্দা তেজগাঁও বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে সৌদি রিয়াল বহনে প্রাইভেটকারে থাকা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মচারী তুহিনসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছে থেকে ২ লাখ ৬৯ হাজার রিয়াল জব্দ করা হয়েছে।

ওই মানি এক্সচেঞ্জ অফিসের তুহিন নামে এক কর্মচারীর সহযোগিতায় এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঠান্ডু মিয়া নামে এক ব্রোকারের মানি এক্সচেঞ্জের ব্যবসার সৌদি ৫ লাখ রিয়াল পল্টন অফিস থেকে নেওয়া হচ্ছিল উত্তরায়। পথিমধ্যে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে বেশ কয়েকজন অস্ত্রের মুখে ওই প্রাইভেটকার জিম্মি করে। গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিন। এ ডাকাতির ঘটনায় লুট করা হয় পাঁচ লাখ রিয়াল। যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা।

তিনি আরও বলেন, খবর পাওয়ার পর মানি এক্সচেঞ্জের মালিক ঠান্ডু মিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ যৌথ অভিযানে নামে। তুহিনকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের মুখে জিম্মি নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভিন্ন স্থানে রাতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তুহিনসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার রিয়াল।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ইবনে মিজান বলেন, অপর আসামিদের গ্রেফতার ও লুট হওয়া বাকি সৌদি রিয়াল উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। মামলার পর আটক ছয়জনেক গ্রেফতার দেখানো হবে। আটকদের ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে ডাকাতির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেআর/কেএসআর/এএসএম

Read Entire Article