মানিকগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

1 month ago 29

মানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রোববার (২৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই অনুপস্থিত ছিলেন।

তারা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে নজরুল ইসলাম এবং টাংগাইলের নাগরপুর থানার আবুল হোসেনের ছেলে মো. রবিজুল ইসলাম।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ এপ্রিল রাত সাড়ে ৯টায় পৌরসভার নগর ভবন সড়ক থেকে ওই দুই আসামিকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করে। এ মামলায় আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে এ রায় দেন।

জেডএইচ/এমএস

Read Entire Article