মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

2 months ago 29

মানিকগঞ্জের হরিরামপুরে হত্যা মামলায় রফিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমা বেগমের সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর ফলে ২০২১ সালের ৪ জুলাই সকালে নাজমা আক্তারকে বাড়ির পাশের জমিতে বাঁশ দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে রফিক। আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি রফিক পালিয়ে যান। পরে নাজমাকে উদ্ধার করে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই নিহতের ছেলে বাদী হয়ে রফিক মিয়াকে আসামি করে মামলা করেন। ওইদিন রফিক মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

২০২১ সালের ৬ জুলাই হরিরামপুর থানার এসআই মো. আরিফ উল্লাহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

সাহিদুজ্জামান সাহিদ/আরএইচ/জিকেএস

Read Entire Article