মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক: মোশাররফ করিম

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ভার্সেটাইল অভিনয় দক্ষতার কারণে দর্শকমহলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই নিজের অভিনয়শৈলীর ছাপ রেখেছেন এই গুণী অভিনেতা। সম্প্রতি এক পডকাস্টে তিনি মানুষের মধ্যে শিল্পবোধ বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন। তিনি মনে করেন, প্রত্যেকের মধ্যে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন। প্রকাশিত সেই পডকাস্টে মোশাররফ করিম শিল্পবোধ নিয়ে বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই; কিন্তু প্রত্যেকের মধ্যে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন।  তিনি উদাহরণ দিয়ে বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারত না। পডকাস্টের এক পর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কী? এই প্রশ্নের উত্তরে মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যা

মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক: মোশাররফ করিম
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ভার্সেটাইল অভিনয় দক্ষতার কারণে দর্শকমহলে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই নিজের অভিনয়শৈলীর ছাপ রেখেছেন এই গুণী অভিনেতা। সম্প্রতি এক পডকাস্টে তিনি মানুষের মধ্যে শিল্পবোধ বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন। তিনি মনে করেন, প্রত্যেকের মধ্যে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন। প্রকাশিত সেই পডকাস্টে মোশাররফ করিম শিল্পবোধ নিয়ে বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই; কিন্তু প্রত্যেকের মধ্যে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন।  তিনি উদাহরণ দিয়ে বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারত না। পডকাস্টের এক পর্যায়ে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কী? এই প্রশ্নের উত্তরে মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না, যে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে বা সন্ত্রাসী হয়েছে। কাজেই আমি চাই, সকল মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক। এদিকে মোশাররফ করিমকে বড় পর্দায় সবশেষ দেখা যায় চলতি বছরের মুক্তিপ্রাপ্ত সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায়। এ সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, শরিফুল রাজ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow