মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

2 months ago 34

মাপে কম দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় বিএটিআই পরিমাপক যন্ত্রের সাহায্যে ১০ লিটার করে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপ করা হয়। তাতে প্রতি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল কম পাওয়া যায়। পরে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশ ও জেলা বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাওন খান/জেডএইচ/জেআইএম

Read Entire Article